দেশ
দ্বিতীয় ডোজ নেওয়ার পাঁচ দিনের মাথায় করোনা আক্রান্ত গুজরাটের স্বাস্থ্য আধিকারিক

আজকাল ওয়েবডেস্ক: টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দিন পাঁচেকের মধ্যেই করোনা আক্রান্ত গুজরাটের এক স্বাস্থ্য আধিকারিক। শনিবারই স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে তা।
গত ১৬ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন গান্ধিনগরের দেহগাম তালুকার ওই স্বাস্থ্য আধিকারিক। দ্বিতীয় ডোজটি নেন গত ১৫ ফেব্রুয়ারি। তার পর থেকেই শরীর দুর্বল হতে থাকে তাঁর। জ্বর জ্বর ভাব দেখে নমুনা পরীক্ষা করাতেই কোভিড পজিটিভ ধরা পড়ে, জানান গান্ধিনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এমএইচ সোলাঙ্কি।
তিনি বলেন, 'এখনও বাড়িতে হোম আইসোলেশনে আছেন ওই আধিকারিক। উনি জানিয়েছেন, মঙ্গলবার থেকেই কাজে যোগ দেবেন তিনি।' তাঁর বক্তব্য, সাধারণত টিকা নেওয়ার ৪৫ দিন পর থেকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে থাকে।
তাই, টিকা নেওয়ার পরও মাস্ক পরা, শারীরিক দূরত্ব বিধি মেনে চলা জরুরি।
প্রসঙ্গত, শুক্রবার পর্যন্ত গুজরাটে কোভিড আক্রান্তের সংখ্যা ২,৭২,২৪০। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৪১৩ জনের।