হোম
'ফের বেআইনিভাবে আটক করা হয়েছে আমাকে, মেয়ে গৃহবন্দি': মেহবুবা মুফতি

আজকাল ওয়েবডেস্ক: 'ফের বেআইনিভাবে আটক করা হয়েছে আমাকে। আমার মেয়েকেও গৃহবন্দি করা হয়েছে', টুইটে জানালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সম্প্রতি পিডিপি নেতা ওয়াহিদ পারাকে গ্রেপ্তার করেছে এনআইএ। তারপর গত দু'দিন ধরে ওই পিডিপি নেতার পুলওমার বাসভবনে তাঁর পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন মেহবুবা। তাঁর অভিযোগ, তাঁকে যেতে দেওয়া হচ্ছে না। এমনকী, শুক্রবার শ্রীনগরে তিনি যে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন, তাতেও বাধা দিচ্ছে পুলিশ।
সূত্রের খবর, 'ওপরমহলের নির্দেশ', শুধু এটুকু জানিয়ে মুফতির বাড়ি থেকে ১০০ মিটার দূরে আটকে দেওয়া হয়েছে সাংবাদিকদের। মেহবুবা বলেন, 'ভিত্তিহীন অভিযোগে ওয়াহিদ পারাকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এদিকে বিজেপি নেতারা ও তাঁদের অনুগামীরা কাশ্মীরের বিভিন্ন প্রান্তে অবাধে বিচরণ করছেন। আমার মেয়ে ইলতিজাও ওয়াহিদের বাড়িতে যেতে চেয়েছিল বলে তাঁকেও গৃহবন্দি করা হয়েছে।'
ওদিকে পাল্টা টুইটে কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, 'মেহেবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়নি। নিরাপত্তা সংক্রান্ত কিছু কারণে তাঁকে পুলওয়ামায় যেতে দেওয়া হয়নি মাত্র।'
আগামী ২৮ নভেম্বর থেকে মোট আটটি দফায় জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন জম্মু-কাশ্মীরে। পঞ্চায়েত এবং পুর নিগম স্তরেও উপনির্বাচন রয়েছে। একেবারে নির্বাচনের মুখে বুধবার ওয়াহিদ পারাকে গ্রেপ্তার করেছে এনআইএ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, '১৯-এর লোকসভা নির্বাচনে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীনের থেকে সাহায্য নিয়েছিলেন তিনি।