হোম
শেষ পর্যন্ত কৃষকদের দিল্লিতে প্রবেশের অনুমতি

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কৃষকদের রুখতে এই কনকনে ঠান্ডায় জলকামান, কাঁদানে গ্যাস ছুড়েছিল হরিয়ানা পুলিশ। তবু রোখা যায়নি। বিভিন্ন পথে দিল্লির দিকে এগিয়েছেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা। এবার তাঁদের দিল্লি প্রবেশ রুখতে রাস্তা জুড়ে সাজিয়ে রাখা হল বালি বোঝাই ট্রাক। দিল্লি প্রবেশের রাস্তাও কেটে রাখা হল।
অনেক কৃষকই ট্রাক্টর চেপে রওনা হয়েছেন দিল্লির দিকে। সেই ট্রাক্টরে চাপানো রয়েছে খাদ্যসমগ্রি, ওষুধপত্র। তাঁদের পথরোধ করতেই কাটা হল রাস্তা। একই সঙ্গে পুলিশের জলকামান, কাঁদানে গ্যাস ছোড়া তো চলছেই। কৃষকরা কিন্তু অনড়। তাঁদের উদ্দেশ্য, দিল্লিতে জড়ো হয়ে নতুন কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ।
এর মধ্যেই প্রতিবাদরত কৃষক সংগঠনগুলো মোদি সরকারকে চিঠি দিয়ে আলোচনায় বসার আবেদন করেছে। তাদের যাতে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়েছে। পুলিশ অফিসার গৌরব শর্মা করোনা বিধির দোহাই দিয়ে জানিয়ে দিয়েছেন, 'দিল্লিবাসীর জীবন বিপন্ন করতে পারব না। ওঁদের ঢুকতে দেব না।' যদিও কৃষক সংগঠনের এক নেতার প্রশ্ন, বিহার নির্বাচনের সময় করোনা বিধি কোথায় ছিল? সংসদে যখন কৃষি আইন পাশ হয়, তখনও করোনা বিধি মানা হয়নি। তাহলে এখন কেন সেই দোহাই দেওয়া হচ্ছে?