Friday, 02 Oct, 12.50 am anm NEWS- সবার আগে

জেনারেল নিউজ
হাঙড়ের মুখে প্রচুর মাছ, বিরল ছবি ভাইরাল নেট দুনিয়ায়।

এ এন এম নিউজ : কোরোনা মহামারি মানব জাতি কে সমস্যায় ফেললে, প্রকৃতি কিন্তু উপকৃত হয়েছে এই মহামারির ফলে। গাছের ফল ফুলে লেগেছে সতেজতার ছোয়া। সারা বিশ্বে যেন হাসি মুখে নতুন কে ডাকছে পৃথিবী। এবার ফটোগ্রাফার ইভান্স বাউডিনের ক্যামেরায় ধরা পড়ল তেমন ই এক ছবি। গভীর সমুদ্রে জলকেলিতে মত্ত মহিলা হাঙরের এক বিরল ছবি দেখার সুযোগ মিললো। আর ইভান্স বাউডিনের তোলা এই অপূর্ব সুন্দর ছবিটি আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগীতায় সেরা ফটোগ্রাফারের পুরস্কার জিতেছিল। অদ্ভুত সুন্দর ছবিটি তুলেছেন ৩২ বছর বয়সী ফটোগ্রাফার ইভান্স বাউডিন।
ছবিটিতে দেখা গিয়েছে, গভীর সমুদ্রের তলদেশে হাঙরের মুখের ভিতরটি যেন রিমোরা নামক আরও এক সামুদ্রিক মাছে ভরতি। নীল জলরাশির মধ্যে হাঙরের মুখের ভিতরে থরে থরে সাজানো এই মাছের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর যা নিয়ে উত্‍সাহ উদ্দিপনার শেষ নেই নেট জনতার।

https://anmnews.in/?p=109114 // https://anmnews.in/?p=109111

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: ANM News
Top