তেল আভিভ: ইজরায়েলি সেনার হানায় ৫১ জনের মৃত্যু হয়েছে গাজায়। এর মধ্য়ে রয়েছে গাজার জিহাদি দলের ২৪ জন সদস্য। ইজরায়েলি সেনার সঙ্গে গাজায় থাকা জঙ্গিদের সম্প্রতি সংঘর্ষে এই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে মৃতদের মধ্যে সকলেই যুদ্ধের সঙ্গে জড়িত নয় বলে জানানো হয়েছে ইজেরায়েলের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
বেশ কিছু দিন ধরে টানা নামার পরে সম্প্রতি মাথা তুলতে শুরু করেছিল ডলারের সাপেক্ষে টাকার দাম। তবে বিশ্ব বাজারে অস্থিরতা বহাল থাকার কারণে সেই উত্থান স্থায়ী হবে না বলেই সাবধান করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। আশঙ্কা সত্যি করে আবারও পড়তে শুরু করেছে ভারতীয় মুদ্রা। সোমবার ৩৯ পয়সা উঠে এক ডলারের দাম পৌঁছে গিয়েছে ৭৯.৬৩ টাকায়।
No Internet connection |