হোম
বোলপুরে মেডিকেল কলেজ উদ্বোধনের আগে দেশের প্রখ্যাত চিকিত্সকদের নিয়ে সেমিনার, উদ্যোগে স্বাধীন ট্রাস্ট

বোলপুরে মেডিকেল কলেজ উদ্বোধনের আগে দেশের প্রখ্যাত চিকিত্সকদের নিয়ে সেমিনার, উদ্যোগে স্বাধীন ট্রাস্ট
প্রীতম দাস বীরভূম :-
"স্বাধীন" ট্রাস্টের উদ্যোগে বোলপুর শান্তিনিকেতনে সাফল্যের নতুন সংযোজন
শান্তিনিকেতন মেডিকেল কলেজ। রাজ্য-সরকারের তরফে ছাড়পত্র ছড়পত্র মিলতেই জোরকদমে চলছে বোলপুরের সন্নিকটে প্রস্তাবিত সেই মেডিকেল কলেজের নির্মানকাজ।এবার কিছু দিনের অপেক্ষা, তারপরই কলেজের উদ্বোধন। পাশাপাশি কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে কলেজের পঠনপাঠনের কাজও।
তার আগে, আগামী ১১ই ফেব্রুয়ারি জাতীয়স্তরের একটি সেমিনারের আয়োজন করেছে স্বাধীন ট্রাস্ট। এদিন সেই সেমিনারকে সামনে রেখে পরিকল্পনা ও কমিটি গঠনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হল একটি সাধারণ সভা। স্বাধীন ট্রাস্টের সভাপতি শ্রী মলয় পীটের আহ্বানে, আজকের সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্য-কর্তা, বিশিষ্ট চিকিত্সক সহ অনেকেই।
ট্রাস্ট সুত্রে খবর, প্রস্তাবিত সেমিনারের বিষয় থাকছে "মেডিকেল শিক্ষার বর্তমান ও ভবিষ্যত্" সেনিয়ে বিস্তারিত আলোচনা হবে ওইদিনের সেমিনারে। সেমিনারে অংশ নেবেন সারাদেশের প্রখ্যাত চিকিত্সকগণ। স্বাধীন ট্রাস্টের সভাপতি শ্রী মলয় পীট আশা প্রকাশ করে বলেন, চলতি বছরেই মিলবে অনুমোদন এবং
আশা করা যায়, খুব শীঘ্রই, বহু প্রত্যাশিত শান্তিনিকেতন মেডিকেল কলেজে পড়াশুনার কাজ শুরু হয়ে যাবে।