হোম
"প্রজেক্ট বীরভূম" কর্মসূচিতে শীতবস্ত্র প্রদান ডেভিল ক্র্যাশার্স বাইকার্স অ্যাসোসিয়েশনের

"প্রজেক্ট বীরভূম" কর্মসূচিতে শীতবস্ত্র প্রদান ডেভিল ক্র্যাশার্স বাইকার্স অ্যাসোসিয়েশনের
প্রীতম দাস বীরভূম :-
ফের জেলায় শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ছে। বছরের শুরুতেই সেভাবে শীত না থাকলেও বিগত কয়েকদিনে বেড়েছে শীতের দাপট। তারমধ্যে বেশিরভাগ দিন থাকছে কুয়াশাচ্ছন্ন। বেশিরভাগ দিনই সকাল থেকে সূর্যর দেখা পাওয়া যাচ্ছে না। এই অতি শীতের দাপট থেকে রক্ষা পাচ্ছে না শিশু থেকে বয়স্ক সকলেই। এবার সেই পরিস্থিতি আঁচ করতে পেরে এই শীত অসহায় দরিদ্রদের কিছু কষ্ট লাঘব করতে উদ্যোগী হল বীরভূম জেলায় বাইক রাইডিং গ্রুপ 'ডেভিল ক্র্যাশার্স বাইকার্স অ্যাসোসিয়েশন।
গোটা বীরভূম জেলাজুড়ে অসহায় দরিদ্র মানুষদের শীতের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে জেলা জুড়ে শুরু করলো "প্রজেক্ট বীরভূম" নামে একটি কর্মসূচি। শীতবস্ত্র প্রদান করার এই বিশাল কর্মসূচি সূচনা হল রবিবার। এদিন বীরভূম জেলার রামপুরহাট এর কাছে বসোয়া গ্রামে স্থানীয় মানুষের সহযোগিতায় এলাকার প্রায় ১৫০ জন মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় প্রজেক্ট বীরভূমের তরফে।
জানা গিয়েছে, "প্রজেক্ট বীরভূমে" রয়েছে বীরভূমের বাইক রাইডার, বাইকপ্রেমী সহ অনেক যুবক-যুবতী। যারা নানান সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে সামাজিক বার্তা দেন। এবার তাদের নিজেদের জেলা বীরভূম জেলায় বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। এলাকায় গিয়ে গিয়ে কম্বলও পৌঁছে দিচ্ছেন।
এই কর্মসূচিতে বীরভূমের সমস্ত বাইকার সহ সাধারন মানুষ এবং ছাত্রছাত্রীরা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন বলে অ্যাসোসিয়েশন তরফে জানা গেছে।
পাশাপাশি আগামী দিনে গোটা বীরভূম জেলা জুড়ে বিভিন্ন গ্রামে গ্রামে তারা বাইক নিয়ে ঘুরে মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন। এছাড়াও অন্যান্য সমাজ সেবামূলক কর্মসূচির মাধ্যমে তাদের কর্মসূচি "প্রজেক্ট বীরভূম" উদ্যোগ নেবে বলে জানান অ্যাসোসিয়েশন এর সদস্য।