অম্বুজা নিয়তিয়া নিউ টাউন হাসপাতালে অত্যাধুনিক শিশু বহু বিশেষত্ব কেন্দ্রের উদ্বোধন। শ্রাবণী দাশগুপ্ত পূর্ব ভারতের অন্যতম বিশ্বস্ত নারী ও শিশু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Neotia Bhagirathi Woman and Child Care Centre আজ নিউ টাউন, কলকাতায় অত্যাধুনিক শিশু বহুবিশেষত্ব কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করল। নতুন এই ইউনিটটির উদ্বোধন করেন অম্বুজা নীয়োতিয়া গ্রুপের চেয়ার ম্যান মি. হর্ষবর্ধন নীয়োতিয়া।নিউ টাউন-এ বিদ্যমান পরিকাঠামোর সম্প্রসারণ হিসেবে নির্মিত এই নতুন কেন্দ্রটি সংস্থার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছেএকটি সমন্বিত, শিশুকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, যেখানে ক্লিনিক্যাল দক্ষতা, প্রযুক্তিগত উৎকর্ষ, সহমর্মিতা ও সুনির্মিত ডিজাইনের সমন্বয় ঘটেছে।