Amazon Great Indian Festival সেল এখনও চালু রয়েছে। এখন ই-কমার্স সাইট অ্যামাজনে চলছে “Extra Happiness Week”। যা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের একটি অংশ। অ্যামাজনে হোম থিয়েটার এবং বিভিন্ন অডিও ডিভাইসের ওপর পাওয়া যাচ্ছে দারুণ সব ডিল। সেলে দেওয়া হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, অ্যামাজন পে আইসিআইসিআই এবং Induslnd ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কেনাকাটা করলে 10% ডিসকাউন্ট।
লাহোর: বাবার বন্ধু বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণ করেননি কলেজ পড়ুয়া তরুণী। সেই ছিল তাঁর 'অপরাধ'। সে জন্য ওই তরুণীকে নিগ্রহের অভিযোগ উঠল বাবার বন্ধু ও তাঁর পরিবারের লোকেদের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফাইব্রয়েড মহিলাদের খুব সাধারণ একটি সমস্যা। আজকাল অধিকাংশ মেয়েরই পিরিয়ডসের নানা সমস্যা থাকে। কারোর পরিমাণে কম হয়, কারোর বেশি। সবথেকে বেশি অনিয়মিত পিরিয়ডসের সমস্যা। আবার কিছুজনের ক্ষেত্রে রক্তপাতের পরিমাণও বেশি। এই সবের নেপথ্য কারণ হিসেবে অনেক সময়ই থাকে ফাইব্রয়েডের সমস্যা। ফাইব্রয়েড হল জরায়ুতে মাংস পিণ্ড।
No Internet connection |