ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজো অনুষ্ঠিত হয়। পার্বতী ও দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশ সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা। বিভিন্ন শুভকার্য, উৎসব ও অনুষ্ঠানের শুরুতে গণেশের পুজো হয়। অক্ষর জ্ঞান বুদ্ধির দেবতারূপে লেখার শুরুতেও তাঁর স্তুতি করা হয়। গণেশের কৃপায় সর্ববিষয়ে সিদ্ধিলাভ সম্ভব তাই তার আরেক নাম "সিদ্ধিদাতা"। তাঁর আরেক নাম "বিঘ্নহরতা" কারণ তিনি ভক্তের সর্ববিঘ্ন হরণ করেন। গনেশের আরেক নাম "মোদকপ্রিয়" কারণ তিনি মোদক বিশেষ পছন্দ করেন তাই গণেশ পূজার দিন অবশ্যই ভগবানকে মোদক নিবেদন করবেন। তাঁর অন্যান্য নাম গুলি হল মহাগণপতি, হেরম্ব, বক্রতুণ্ড, একদন্ত, গজানন, লম্বোদর, বিনায়ক ইত্যাদি।
No Internet connection |