বিনোদন
কোচবিহারের মেয়ে এবার পাড়ি দেবে দুবাইয়ে, খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়ছেন মৌনি

বাংলার কোচবিহারের আর পাঁচটা মেয়ের মতোই সাদাসিধে হতে পারত তাঁর জীবন। মা মুক্তি রায় থিয়েটার অভিনেত্রী। ঠাকুরদা শেখরচন্দ্র রায় ছিলেন যাত্রাশিল্পের অন্যতম পরিচিত নাম। বাবা অনিল রায় কোচবিহার জেলা পরিষদের পদস্থ অফিসার। কিন্তু জামিয়াতে সাংবাদিকতা পড়বার সময় বুঝতে পারলেন বলিউডের ঝাঁচকচকে জগত তাঁকে হাতছানি দিয়ে ডাকছে। জীবনের প্রথম ব্রেক পেলেন একতা কপূরের রমরমিয়ে চলা সিরিয়াল "কিঁউকি সাঁস ভি কভি বহু থি" র কৃষ্ণা তুলসী চরিত্রে। তারপর কেটে গেছে ১৪ বছর। আজ সেই কোচবিহারের মেয়ে দাপিয়ে বেড়াচ্ছে গোটা বলিউড।
আর এসবের মাঝেই ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যাচ্ছে, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মৌনি রায় (Mouni Roy) । জানা যাচ্ছে, দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের প্রেমে বুঁদ বলিউডের বঙ্গতনয়া। করোনা অতিমারির জেরে সারা বিশ্ব যখন প্রায় অচল, তখনই মৌনির প্রেমের সূচনা। লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন মৌনি। দু'জনেই সম্পর্কের পরিণতির দিকে চেয়ে এ বার একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় সুরজের পরিবারের ছবি পোস্ট করে মৌনি তাঁদের সম্পর্ককে জনসমক্ষে স্বীকৃতি দিয়েছেন। শুধু তাই নয়, সুরজের মা-বাবাকে তিনিও একই ডাকে সম্বোধন করেছেন। মৌনির ঘনিষ্ঠ বৃত্তের একজন বলেছেন, "সুরজের মা-বাবার সঙ্গে মৌনির সুসম্পর্ক, ওর বিয়ের সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।"