হোম
তৃণমূলে সিরাজ খাঁ-র প্রত্যাবর্তন, দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা: বিজেপিতে গিয়ে মোহভঙ্গ শুভেন্দু ঘনিষ্ঠ সিরাজ খাঁ- এর! বিজেপি (BJP) থেকে তৃণমূলে ফিরলেন সিরাজ খাঁ। রবিবার তৃণমূলে ভবনে দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর হাত থেকে পতাকা তুলে নিলেন তিনি। এদিন তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পর সিরাজ খাঁ বলেন, উন্নয়নমূলক কাজ করতে গেলেও বাধার সম্মুখীন হতে হয়েছে আমায়। কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূল যেভাবে মানুষের জন্য কাজ করছে আমি সেই ভাবে মানুষের কাজ করতে চাই। আমার ভুল আমি বুঝতে পেরেছি। তৃণমূল গরিব মানুষদের জন্য ভাবে। আমি সেই গরীব মানুষের জন্য কাজ করতে চাই।'
এদিন পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।
উল্লেখ্য, কিছু দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায় বিজেপির যোগদান মেলায় কৈলাশ বর্গীয় এবং লকেট চট্টোপাধ্যায় উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন সিরাজ খাঁ। দু' মাস কাটতে না কাটতেই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন সিরাজ খাঁ।