হোম
বাড়ির কুয়োর ভেতর থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোলের কুলটি থানার ৬৪নম্বর ওয়ার্ডের কুলটি নেহেরু স্টেডিয়ামের পার্শ্ববর্তী এলাকার শিশু মঙ্গল স্কুলের পাশে নিজের বাড়ির কুয়োর ভেতর থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ । মৃতার নাম শান্তি দত্ত (৫৮) । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার প্রাক্তন পুরপিতা কৃষ্ণা প্রসাদ দাস ও কুলটি থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে মযনাতদন্তের জন্য পাঠায় । ঘটনার বিষয়ে এলাকার প্রাক্তন পুরপিতা কৃষ্ণা প্রসাদ বলেন অরুপ দত্ত নামে এক যুবক কালকে তার মা নিখোঁজ বলে প্রতিবেশীদের জানিয়ে ছিলেন !এবং তার মায়ের মৃতদেহ নিজের বাড়ির কুয়ো থেকে উদ্ধার হয়েছে । তবে স্থানীয় সূত্রে খবর অরুপ দত্ত তার মাকে প্রায় মারধোর করতো । অনুমান করা হচ্ছে সাংসারিক অশান্তির কারনে মাকে মেরে নিজের বাড়ির কুয়োতে সে ফেলে দিয়েছে ! ঘটনার তদেন্ত কুলটি থানার পুলিশ!যদিও ছেলে অরুপ দত্ত মারধোর বা পারিবারিক অশান্তির কথা অস্বীকার করেছে ।
related stories
-
হোম মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
-
আন্তর্জাতিক রক্তাক্ত মিয়ানমার! পুলিশের গুলিতে নিহত ৯
-
আন্তর্জাতিক ৩ নারী গণমাধ্যমকর্মীর মাথায় গুলি! তারপর..