মঙ্গলকোট.কম

14k Followers

ভাতার গভর্মেন্ট আইটিআই কলেজের উদ্যোগে শিক্ষক দিবস পালন

06 Sep 2022.11:30 AM

ভাতার গভর্মেন্ট আইটিআই কলেজের উদ্যোগে শিক্ষক দিবস পালন

ভাতার গভর্মেন্ট আইটিআই কলেজের উদ্যোগে শিক্ষক দিবস পালন ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । আজ শিক্ষক দিবস । ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শিক্ষকদের ভূমিকাকে স্বরণ করার দিন । এদিন কলেজের ছাত্র-ছাত্রীদের পরিচালনায় শিক্ষক দিবসকে চির স্মরণীয় করে রাখতে বিভিন্ন গান, নাচ, কবিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে ।

ভাতার গভর্মেন্ট আইটিআই কলেজের উদ্যোগে স্থানীয় বেশ কিছু জন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান করা হয় । তাদের হাতে একটি করে মানপত্র, ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা প্রদান করেন কলেজের অধ্যক্ষ পরেশ পাল । জীবনে শিক্ষক কে? শিক্ষক সেই, যে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু শেখার জন্য । সব পরিস্থিতিতে কিভাবে মেরুদন্ড সোজা রেখে টিকে থাকতে হয় শিখে যেতে হয় এই জীবনে । শেখাটা এক চলমান প্রবাহ । সারাজীবনই মনে হয় সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে । জাতির শিক্ষাগুরুদের কাছ থেকে শেখাটা এক নতুন দিগন্ত রচনা করে ।

পূর্ব বর্ধমান জিএম ডিআইসি অভিজিত্‍ কর, কলেজের বিভিন্ন অধ্যাপক-অধ্যাপিকা, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সর্বোপরি কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সমগ্র কলেজ প্রাঙ্গনে এক নতুন বাতাবরণ সৃষ্টি হয় । মেটাভার্স পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান, টেলিমেডিসিন পরিবেশনা, জব পোর্টাল, ইন্টারপ্রেনসিভ পোর্টাল সহ ছাত্র-ছাত্রীদের মানউন্নয়নে বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহারে ছাত্র-ছাত্রীদের সাফল্য এবং বিস্তার সম্পর্কিত আলোচনা করা হয় ।

কলেজের অধ্যক্ষ পরেশ পাল জানান, বর্তমান ছাত্রছাত্রীরা ভবিষ্যতের ভারত তৈরীর কারিগর । প্রতিটি ছাত্র-ছাত্রী তাদের নিজ নিজ বুদ্ধিমত্তাকে সঙ্গে নিয়ে এবং সততাকে হাতিয়ার করে আগামী দিন অধ্যাবসায় নিযুক্ত হবে । শিক্ষার মধ্যে নিষ্ঠা, অধ্যাবসায় এবং মূল্যবোধ হলো প্রধান আদর্শ । ছাত্র-ছাত্রীদের এগুলিকে নিয়ে এগিয়ে যেতে হবে ।

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: Mongalkote.com

#Hashtags