MySepik.com
MySepik.com

বাঁকুড়ার বেলিয়াতোড়ের রায় পরিবারে মূর্তির বদলে হয় দুর্গার মুখমণ্ডলের পুজো

বাঁকুড়ার বেলিয়াতোড়ের রায় পরিবারে মূর্তির বদলে হয় দুর্গার মুখমণ্ডলের পুজো
  • 712d
  • 1 shares

তিরুপতি চক্রবর্তী

বাঁকুড়া জেলার এক অভিনব পুজোর কথা বলি। বাঁকুড়া বেলিয়াতোড়ের রায় পরিবারে দেবী দুর্গার মূর্তির বদলে হয় মুখমণ্ডলের পুজো। হ্যাঁ শুধুই মুখ। এই পরিবারেই জন্ম নেন যামিনী রায়।

আরও পড়ুন: করোনাবিধি মেনে এবছর হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ৪১০ বছরের পুরনো দুর্গাপুজো

 যামিনী রায় ও তাঁর শিল্পকর্ম

প্রচলিত দেবী দুর্গার মূর্তির আদল থেকে ভিন্ন বেলিয়াতোড়ের রায় পরিবারের দুর্গা প্রতিমা।

No Internet connection

Link Copied