MySepik.com
MySepik.com

করোনাবিধি মেনে এবছর হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ৪১০ বছরের পুরনো দুর্গাপুজো

করোনাবিধি মেনে এবছর হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ৪১০ বছরের পুরনো দুর্গাপুজো
  • 767d
  • 7 shares

ইন্দ্রজিত্‍ মেঘ

শারদীয়ার উদ্‌যাপনে কলকতায় এখনও কিছু বনেদি বাড়ি আছে, যেখানে ইতিহাস কথা বলে। সময়-সরণি মূল্যায়নের ক্ষেত্রেও যা তাত্‍পর্যবাহী। ১৬১০ সালে কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু হয় এবং এই তথ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের নাম।

বাংলায় তখন বারো ভুঁইয়ার অন্যতম জমিদার ছিলেন প্রতাপাদিত্য।

No Internet connection

Link Copied