প্রথমপাতা
ভারতে করোনা ভ্যক্সিন ইন্সটিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখানেই তৈরি হয় কোভিড-শিল্ড

UNIঃ যেখানে করনার ভ্যক্সিন বা কোভিশিল্ড তৈরি হয় সেই বিশ্ব বিখ্যাত সেরাম ইন্সটিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই ইন্সটিটিউটেড় দ্বিতীয়তলে আগুন লেগেছে বলে খবর। আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , রাসায়নিক পদর্থের কারণে এত ধোঁয়ার সৃষ্টি হয়েছে।ঘটনা স্থল থেকে দমকলকর্তা প্রশান্ত রানপিসে বলেন , ' সিরাম ইনস্টিটিউটের মঞ্জরী বিল্ডিংয়ে আগুন লাগে। এই খবর দমকল দুপুর আড়াইটার পর পায়। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যায়নি। আমাদের এখন প্রধান কর্তব্য আগুন নেভানো ও প্রাণহানি রোধ।' তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।তবে এখানেই তৈরি হয় বিসিজি টিকা ও কোভিশিল্ড । তাই খুব গুরুত্ব দিয়ে আগুন নেভানোর কাজ চলছে।