Newschecker বাংলা
Newschecker বাংলা

Weekly Wrap: উঃ প্রঃ লখিমপুর খেরির ঘটনার আবহে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি

Weekly Wrap: উঃ প্রঃ লখিমপুর খেরির ঘটনার আবহে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি
  • 111d
  • 00

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে উত্তর প্রদেশের লখিমপুর খেরির আবহে ভাইরাল হয়েছে একটি ছবি যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। অন্যদিকে Air Indiaকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে বিভ্রান্তিকর দাবি।


সীতারাম ইয়েচুরি গ্রীসে কমিউনিস্ট পার্টির সভায় যোগদান করেছেন?

আরও পড়ুন
The Indian voice
The Indian voice@sarkar31322927110510

প্রধানমন্ত্রী আদেশ দিলে ভারত ১-২ ঘন্টার মধ্যে পরমানু হামলা করতে সক্ষম

প্রধানমন্ত্রী আদেশ দিলে ভারত ১-২ ঘন্টার মধ্যে পরমানু হামলা করতে সক্ষম
  • 5d
  • 19k shares

এসএফসি বা স্ট্রাটেজিক ফোর্সেস কম্যান্ড ভারতের ২৬ টি গোপন সংস্থার একটি। এসএফসি কে অনেক সময় স্ট্রাটেজিক নিউক্লিয়ার কম্যান্ড ও বলা হয়। নিউক্লিয়ার কম্যান্ড অথরিটি বা এনসিএ এর একটি ভাগ হল এই এসএফসি। এনসিএ ভারতের নিউক্লিয়ার পোগ্রামের জন্য কম্যান্ড, কন্ট্রোল ও অপারেশনাল সিদ্ধান্ত নেয়। এসিএর একটি অংশ এসএফসি তৈরি হয় ২০০৩ সালে ৪ জানুয়ারী। তৎকালীন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বে এর স্থাপনা করে। এর প্রথম কম্যান্ডার ইন চীফ ছিলেন এয়ার মার্শাল তেজা মোহন আস্তানা। বর্তমানে স্ট্রাটেজিক ফোর্সেস কম্যান্ডের কম্যান্ডার ইন চীফ ইন্ডিয়ান নেভির ভাইস অ্যাডমিরাল আর বি পন্ডিত। ভারতের তিন বাহিনী বায়ুসেনা, স্থলসেনা ও নৌসেনার প্রত্যেকের মিলিত পরমানু অস্ত্র এসএফসির আওতায় থাকে।

আরও পড়ুন
ABP আনন্দ

Trending: বস্তিতে থেকে রাস্তায় ঘুম, আজ তিনিই মাইক্রোসফটের ম্যানেজার, চমকে দেওয়া সংগ্রাম শাহীনার

Trending: বস্তিতে থেকে রাস্তায় ঘুম, আজ তিনিই মাইক্রোসফটের ম্যানেজার, চমকে দেওয়া সংগ্রাম শাহীনার
  • 3hr
  • 70 shares

নয়া দিল্লি: বামন হয়ে চাঁদ ধরা চায় না এটিই ঠিকই। কিন্তু এই পৃথিবীতে ইচ্ছে থাকলে উপায় হয় সবসময়ই। মন থেকে কেউ কিছু করতে চাইলে তা করে ফেলাই যায় এমন উদাহরণও পাওয়া যায়। এবার এমন এক মহিলার জীবন সংগ্রাম পড়ে দেখব যিনি শুধু অনুপ্রাণিত করেন না, তাঁর সংগ্রাম এবং দৃঢ়তা সকলের মনেই এক ইতিবাচক দিককে জাগিয়ে তোলে।

আরও পড়ুন

No Internet connection