Odd বাংলা ডেস্ক: ভারতবর্ষের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। নারী জাতির উন্নতি ব্যাতিত ভারতবর্ষের উন্নয়ন অসম্ভব। এই বাস্তব সত্য স্বামীজী অনেক আগেই বুঝতে পেরেছিলেন। তিনি প্রতিনিয়ত ভাবতেন কিভাবে নারী জাতিকে সমাজের দৈন্যদশা থেকে মুক্ত করা যায়। নারী জাতিকে নিয়ে স্বামীজির চিন্তা ও পরিকল্পনার কিছু অংশ নিচে দেয়া হলঃ ......... সাধারনের ভেতর আর মেয়েদের মধ্যে শিক্ষাবিস্তার না হলে কিছু হবার জো নেই ।
সেজন্য আমার ইচ্ছা কতকগুলি ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী তৈরি করব। ......ব্রহ্মচারিণীরা মেয়েদের মধ্যে শিক্ষাবিস্তার করবে। কিন্তু দেশী ধরণে ঐ কাজ করতে হবে। পুরুষদের জন্য যেমন কতকগুলি শিক্ষাকেন্দ্র করতে হবে, মেয়েদের শিক্ষা দিতেও সেইরুপ কতকগুলি কেন্দ্র করতে হবে।
No Internet connection |