প্রতিদিন ২৪x ৭
17k Followersনিউজ ডেস্ক শিলিগুড়িতে বাংলাদেশ ভ্রমণকারীদের জন্যে অফিসিয়াল ভিসা আবেদন কেন্দ্র সোনালী ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মার্কেট, ২য় তলায়, চালু হল।
শিলিগুড়ি এবং তার আসে পাশের আবেদনকারীরা এখন তাদের "যথাযথভাবে ফর্ম ভোরে " বাংলাদেশ ভিসার আবেদন শিলিগুড়ির দুটি কেন্দ্রে জমা দিতে পারবেন প্রথমটি শিলিগুড়ির সোনালী ব্যাঙ্কে, হোয়াইট হাউস 304/3, সেভোক রোড, পানিটঙ্কির কাছে এবং দ্বিতীয় ভিসা আবেদন কেন্দ্র ইন্টারন্যাশনাল মার্কেট, ২য় তলা, দোকান নং ৩০ ও ৩১, সেবক রোড, পানিটঙ্কির কাছে, শিলিগুড়ি ৭৩৪০০১I এই পরিষেবাটি শনি ও রবিবার বাদে সোম থেকে শুক্র সকাল 09.00 থেকে বিকাল 03.00 পর্যন্ত খোলা থাকবে এবং সোমবার থেকে শুক্রবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত তাদের পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
ইন্টারন্যাশনাল মার্কেট এর এই ভিসা আবেদন কেন্দ্রে খুভি কম চার্জে আবেদনকারীদের সুবিধার জন্য কুরিয়ার রিটার্ন কাউন্টার সহ ফর্ম ফিলিং ডেস্ক, ফটোবুথ এবং ফটোকপি সুবিধা থাকবে।
উপরন্তু, বাংলাদেশের ভিসার জন্য আবেদনকারী ভারতীয়রা জিরো ভিসা ফি প্রদান করেন। ফর্ম পূরণ, ফটোকপি, প্রিন্টআউট এর মতো পরিষেবাগুলি শুধুমাত্র আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট এর এই ভিসা আবেদন কেন্দ্র থেকে উপভোগ করা যাবে । যেসব আবেদনকারী তাদের নথিপত্র নিয়ে প্রস্তুত তারা সরাসরি সোনালী ব্যাংকে বা ইন্টারন্যাশনাল মার্কেট এর ভিসা আবেদন কেন্দ্রে তাদের আবেদন জমা দিতে পারেন।
আরো জানার জন্যে হেল্প লাইন নম্বর +৯১-৭২৮৯০০০০০৭১ এ কল করুন বা [email protected] এ ইমেইল করুন।
Disclaimer
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: Pratidin 24x7