Friday, 13 Apr, 1.20 am press CARD NEWS

বিদেশ
কমনওয়েলথ গেমস ২০১৮: ফায়ার পিস্তলে ভারতের হয়ে সোনা পনের বছরের অনীশের

ফেরও সোনা জয় ভারতের ।নবম দিনে তেজস্বিনী সাওয়ান্তের পর ফায়ার পিস্তলে সোনা জয় ভারতের। পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল প্রতিযোগিতায় সোনা জিতলেন ১৫ বছরের কিশোর অনীশ ভানবাল। সর্বকনিষ্ঠ ভারতীয় প্রতিযোগী হিসেবে কমনওয়েলথে সেরার শিরোপা পেলেন তিনি। শুধু তাই নয় একই সঙ্গে গেমস রেকর্ডও গড়েছেন তিনি। এদিন শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন অনীশ। ফাইনালে তিনি স্কোর করেন ৩০।

র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ১৫ বছরের অনীশ ভানওয়ালা। কমনওয়েলথ গেমসে ভারতের ১৬ তম সোনা এল অনীশের হাত ধরেই।

দেশকে গর্বিত করলেন দুই বন্দুকবাজ তেজস্বিনী সাবন্ত ও অঞ্জুম মৌদগিল। কমনওয়েলথ গেমসের ৫০ মিটার রাইফেল ৩ ইভেন্টে সোনা ও রুপো জিতেছেন তাঁরা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা ৩৩ , সোনা ১৫টি , রুপো ৮টি ও ব্রোঞ্জ ১০টি।Dailyhunt
Top