সংবাদ প্রতিদিন

জনসাধারণকে বাড়িতে রাখতে বিশেষ উদ্যোগ, বিশ্বব্যাপী প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রি করল PornHub

জনসাধারণকে বাড়িতে রাখতে বিশেষ উদ্যোগ, বিশ্বব্যাপী প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রি করল PornHub
  • 1096d
  • 954 shares

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বব্যাপি মহামারিতে পরিণত হওয়া করোনা ভাইরাসে ত্রস্ত দুনিয়া। ভারত-সহ একাধিক দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। যতদিন যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রত্যেককে বাড়িতে থাকার অনুরোধ জানাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে মানুষকে বাড়িতে রাখতে ফের এগিয়ে এল পর্নহাব। গোটা বিশ্বের মানুষ এবার এই পর্নোগ্রাফি সাইটের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন বিনামূল্যে।

করোনায় বিপর্যস্ত ইটালির জন্য আগেই এই পরিষেবা চালু করেছিল পর্নসাইটটি। জানিয়েছিল, নীল ছবির জগতে ডুব দিতে আর কোনও টাকা খরচ করতে হবে না। বিনামূল্যে মিলবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন।

No Internet connection

Link Copied