menu
সব খবরবিনোদন

বোম্বে টকিজের হিন্দী ছবি "রাষ্ট্রপুত্র" মুক্তি পেতে চলেছে।

16 September 2018, 7:14 am

কলকাতা, রাজকুমার দাস:- সম্প্রতি কোয়েস্ট মলের আইনক্সে মুক্তি আসন্ন হিন্দি ছবি "রাষ্ট্রপুত্র"র ট্রেলর লঞ্চ হয়ে গেল। উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা ও পরিচালক আজাদ সহ কলকাতার বাংলা ছবির পরিচালক সুজিত গুহ, অভিনেত্রী নীলাঞ্জনা প্রমুখ।

ছিলেন বোম্বে টোকিজের তরফে প্রতীক কুমার।এশিয়া'র বড় ফিল্ম কোম্পানী দা বোম্বে টকিজ স্টুডিও প্রযোজিত ছবিটি মুক্তি পেতে চলেছে দেশ বিদেশের বেশ কিছু ভাষায়।

Loading...

No Internet connection

Link Copied