প্রথম পাতা
ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা ৩ জঙ্গি, শহীদ ১ অফিসার-সহ ৪ জওয়ান

সমাচার ডেস্ক: এই মুহূর্তের সব থেকে বড় খবর উত্তপ্ত উপত্যকা , অনুপ্রবেশ রুখতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই ভারতীয় সেনাবাহিনীর।এক সেনা অফিসার সহ চার জন গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে।
জখম হয়েছে এক জওয়ান। তবে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়েছে ৩ জঙ্গি।এই পর্যন্ত খবর অনুযায়ী নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয় AK-৪৭ রাইফেল ও ২ ব্যাগ গুলি।
সূত্রের খবর অনুযায়ী গতকাল (৭ নভেম্বর) রাত একটার নাগাদ সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা নজরে আসে ভারতীয় সেনাবাহিনীর।
অনুপ্রবেশ রুখে দাঁড়াতেই ভারতীয় সেনাবাহিনীর উপর গুলি করতে শুরু করে জঙ্গিরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় সেনাবাহিনীর বিরাট বাহিনী। ভোর ৪ টা পর্যন্ত চলে গুলির লড়াই।এদিন শহীদ হয়েছেন ত্রিপুরার বাসিন্দা কনস্টেবল সুদীপ সরকার ।
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Somachar