হেঁশেলের বেশ কিছু মশলার মধ্যে অন্যতম হল লবঙ্গ। যা আমাদের রান্নার কাজের পাশাপাশি বহু সমস্যাই নিমেষের মধ্যে গায়েব করে দিতে সাহায্য করে। মাথা মুছে সুস্থ হয়ে বসতে না-বসতেই শুরু হয়ে গেল গলা খুসখুস। কাশির সমস্যা দূর করতেও লবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সর্দি-কাশির মতো এমন অনেক সমস্যা নিমেষে সারিয়ে দিতে পারে লবঙ্গ।
No Internet connection |