গত বুধবার ২৬ জানুয়ারি থাকায় বৃহস্পতিবারের বদলে একদিন পিছিয়ে শুক্রবার হাতে এল টিআরপি রিপোর্টের তালিকা। বহু সপ্তাহ ধরে একভাবে শীর্ষস্থান দখল করে রেখেছিল মিঠাইরানি। কিন্তু এবার অনেকেই মনে করেছিল যে শীর্ষস্থান হাত ছাড়া হয়ে যেতে পারে তুফান মেলের। গত কয়েক সপ্তাহ ধরে নম্বর কম থাকায় এমনটাই আশঙ্কা করেছিল নেটিজেনরা।
No Internet connection |