পুজো উপলক্ষ্যে মোহনবাগান সমর্থকদের জন্য বিশেষ কেক আনলো ডাঙ্কেল ব্রাউন। কেক-এর উপর মোহনবাগানের জার্সি পরা এক পুতুলের প্রতিরূপ রাখা হয়েছে। মোহনবাগানের ঐতিহ্য এবং ইতিহাস 'কে সম্মান জানিয়েই এই বিশেষ কেক তৈরি করা হয়েছে। এছাড়া তাজ মহল সহ একাধিক ভিন্ন ধরনের মডেলের কেক নিজেদের কাউন্টারে রেখেছে ডাঙ্কেল ব্রাউন।
নিজস্ব সংবাদদাতাঃ World Air Power Index-এ তৃতীয় স্থান অধিকার করল ভারতীয় বায়ুসেনা। ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফ্ট সম্প্রতি ২০২২-এর গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ্যে এনেছে। সেই রিপোর্টেও তৃতীয় স্থানে ভারতীয় বায়ুসেনা আর চতুর্থ স্থানে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স।
নয়া দিল্লি: কোভিড-১৯ মহামারির বিপদ থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগেই, শিয়রে অন্য বিপদ – ‘মাঙ্কিপক্স’ (Monkeypox)! মে মাসের শুরু থেকে ইউরোপ এবং উত্তর আমেরিকার কয়েক ডজন ‘মাঙ্কিপক্স’ আক্রান্তের সন্ধান মিলেছে। শুধু তাই নয়, আফ্রিকার কোনও কোনও অংশেও এই ভাইরাস-ঘটিত রোগ ছড়িয়ে পড়ার উদ্বেগ তৈরি হয়েছে।
No Internet connection |