বহুদিন পর ফুটবলের মক্কায় ডুরান্ড ফাইনাল নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চড়ছে পারদ। ২০১৩ সালের পর আবার মহামেডানের সামনে রয়েছে ডুরান্ড জয়ের হাতছানি। রবিবার ১৩০তম ডুরান্ডের ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে ৬ টায় এফসি গোয়ার মুখোমুখি হতে ছলেছে মহামেডান।
যুবভারতীতে ব্ল্যাক প্যান্থার্সদের সমর্থনের জন্য তৈরি সমর্থকরা।
ফের দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা (Daily Passenger)। তিনদিনের জন্য বন্ধ ব্যান্ডেল স্টেশন (Bandel Station)। শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে। এই তিনদিন ব্যান্ডেল ও মগরার মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনও।
সেভাবে কাজ মিলছিল না। ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছিলেন মঞ্জুষা নিয়োগী। তবে পাশে ছিলেন স্বামী। এমনই দাবি মডেল অভিনেত্রী মঞ্জুষার মায়ের। মেয়ের আত্মহত্যা নিয়ে মুখ খুলে বেশ কিছু তথ্য সামনে নিয়ে এলেন তিনি। অভিনেত্রীর মায়ের দাবি ছিল মেয়ে সবসময় ওপরে ওঠার চিন্তা করত। তবে জামাই বলেছিল ধীরে সুস্থে সব হবে।
No Internet connection |