দীর্ঘ দিন পর টিকিটের হাহাকার ময়দানে। রবিবার ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে মহামেডান স্পোর্টং এবং এফ সি গোয়া। ইতিমধ্যেই এই ম্যাচ 'কে ঘিরে পারদ চরতে শুরু করেছে দেশের ফুটবল মহলে। টিকিটের হাহাকার সর্বোত্র।
ফাইনালের জন্য ৪৪ হাজার টিকিট ছেড়েছে সেনাবাহিনী। কিন্তু সেই টিকিট এখন ' মহার্ঘ্য ' । ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকিট পাননি।
লারা, দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাসি ভ্যান ডার ডুসেন (Rassie Van Der Dussen)-এর স্ত্রী, যিনি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলেন, তার একটি বিবৃতি চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাসি ভ্যান ডের ডুসেনের স্ত্রী লারা ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারকে (Jos Buttler) তার 'দ্বিতীয় স্বামী' বলেছেন।
#কলকাতা: মঞ্জুষা নিয়োগী এবং তাঁর স্বামীর সম্পর্ক নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন প্রয়াত মডেল-অভিনেত্রীর মা। তাঁর দাবি, তাঁর জামাই রামনাথ বন্দ্যোপাধ্যায় খুব ভালবাসতেন মঞ্জুষাকে। কিন্তু দিন কয়েক ধরে সম্পর্কে টানাপড়েন চলছিল দম্পতির। তাই মায়ের উপর রাগ করে মঞ্জুষা বলেছিলেন, "তুমি তোমার জামাইয়ের সঙ্গেই থাকো।
No Internet connection |