প্যারিসের যেই হোটেল ফুটবল 'যুবরাজ' লিওনেল মেসি রয়েছেন সেই হোটেলে থেকেই চুরি গেল লক্ষাধিক টাকার গয়না এবং মূল্যবান গয়না। জানা গিয়েছে, মুখোশ পরে হোটেলে ঢোকেন চোরেরা।
দুস্কৃতিরা হোটেলের ছাদ থেকে নেমে আসে বারান্দায়। সেখান থেকেই ঢুকে পড়ে হোটেলের একটি রুমে।
কোনোদিন ভেবেছেন যদি পরমানু বোমা বা হাইড্রোজেন বোমার থেকেও বিধ্বংসী কিছু হতে পারে কিনা? আসলে এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে এখনও অনেক কিছু অজানা। আসতে আসতে সব সামনে আসছে।
এ্যন্টিম্যটার বোমা। নতুন শুনছেন? এই ধরনের বোমা কি কোনোদিন দেখা যেতে পারে? বা কতোটা ভয়ঙ্কর এই বোমা? কখনও ভেবে দেখেছেন? বা এই এ্যন্টিম্যটার জিনিসটা কি?
আসলে এ্যন্টিম্যটার হল ম্যটারের মতই কনা দিয়ে তৈরি।
নয়াদিল্লি: পার্কিং বিবাদে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ। ৩৪ বছরের পুরনো মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) কংগ্রেস নেতা সিধুর ধাক্কা। ১ বছরের কারাদণ্ডের নির্দেশ বৃহস্পতিবারই।
শুক্রবার পাতিয়ালা কোর্টে (Patiala Court) আত্মসমর্পণের জন্য পৌঁছলেন নভজ্যোত সিংহ সিধু (Navjot Singh Sidhu)।
No Internet connection |