টলিউডের অন্দরে কান পাতলে যাঁকে নিয়ে গুঞ্জন শোনা যায় , তিনি আর কেউ নন, তিনি হলেন নুসরত্ জাহান(Nusrat Jahan)। একদিকে তিনি যেমন অভিনেত্রী আবার একাধারে তিনি সাংসদ। তবে বিতর্ক যেন পিছু ছাড়েনা নুসরত্ জাহানের। ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই বিতর্কের মুখে পড়েন তিনি। সম্প্রতি তাঁর দুটি ছবি পোস্ট করা ঘিরেও বিতর্ক হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
No Internet connection |