টিপকাণ্ড ঘিরে উত্তাল বাংলাদেশ। সামান্য কপালে টিপ পরার জেরে শনিবার ঢাকার তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়। ওই অধ্যাপিকার অভিযোগ টিপ পরার কারণে তাঁকে কটূক্তি করেন এক পুলিশ অফিসার। শুধু তাই নয় , ওই ভদ্রমহিলার গায়ের উপর মোটর সাইকেল চাপিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়।
No Internet connection |