ঘুরতে ভালবাসেন না এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। কয়েকদিনের জন্য যদি একটু ছুটি পান তাহলে ছোটখাট একটা কাঁধে ব্যাগ নিয়ে সকলেই বেড়িয়ে পড়েন। সারা বছরই কমবেশি সকলেই বেড়াতে যান। বিশেষ করে পুজোর পর ঘুরতে চান। তবে ঘুরতে যাওয়ার জন্য আবার কোনও মরসুমের দরকার পড়ে না। মন ও সময় হলেই বেড়িয়ে পড়া যায়।
No Internet connection |