চ্যাম্পিয়নস লিগে 'এফ' গ্রুপে প্রথম জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) শেষ মুহূর্তের গোলে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানের হারাল ওলে গুনার সুলশারের (Ole Gunnar Solskj æ r) শিষ্যরা। ভিলারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন পাকো আলকাস।
মহানগর ডেস্ক : মুম্বাই নগরী, যেখানে এসে ভাগ্য বদলায় বহু মানুষ। তবে অধিকাংশই আসেন পেটের তাগিদে। কারও কারও ক্ষেত্রে ভাগ্য যেমন খোলে। কেউ কেউ সারা জীবনটাই কাটিয়ে দেন অন্ধকারে। এ শহরে শাহরুখ খান ,মিঠুন চক্রবর্তী,অমিতাভ বচ্চনের মতো বড়-বড় স্টাররা যেমন রয়েছেন।
মুর্শিদাবাদ: আবারও জঙ্গীপুর জেলা পুলিশ ও অ্যান্টি ক্রাইম টিমের বড়সড় সাফল্য। সামশেরগঞ্জের ব্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে চাঞ্চল্যকর রহস্য ফাঁস করল পুলিশ। প্ল্যানিং করেই ব্যাঙ্কের ভল্ট থেকে ৭২লক্ষ টাকা চুরি করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় মূল অভিযুক্ত ব্যাঙ্কেরই গ্রুপ ডি কর্মী মনোজ কুমার সিংহকে গ্রেফতার করেছে পুলিশ।
No Internet connection |