The NEWS বাংলা
15k Followersপা'কিস্তান থেকে মুক্ত করার পর, এবার হি'ন্দুদের রক্ষা করতে বাংলাদেশে পাঠাতে হবে ভারতীয় সেনা
পা'কিস্তান থেকে মুক্ত করতে; পূর্ব পা'কিস্তান বা বাংলাদেশে সেনা পাঠিয়েছিল ভারত। এবার হি'ন্দুদের রক্ষা করতে; সেই বাংলাদেশেই ভারতীয় সেনা পাঠাতে হবে। বাংলাদেশের হি'ন্দুদের রক্ষার জন্য; ভারতীয় সেনাকে পাঠানোর প্রয়োজন হতে পারে; শুক্রবার পরিষ্কার জানালেন সুব্রামানিয়ান স্বামী।
"সরকার বিরোধী দলের কাজ"; ১২টি বাড়ি ও ২টি হি'ন্দু ম'ন্দির গুঁ'ড়িয়ে দেবার পর; হুঁশ ফিরল বাংলাদেশের হাসিনা সরকারের। মু'সলিমদের অপদস্থ করে, নাকি ফেসবুকে পোস্ট করা হয়েছে; আর সেই গুজবকে ঘিরে জ্বলল হি'ন্দুদের বাড়ি ও ম'ন্দির। কুমিল্লার মুরাদনগর উপজেলার ধইরপূর্ব ইউনিয়নের; বাঙ্গরা উপজেলার কোরবানপুর গ্রামে; হি'ন্দুদের বাড়িতে হা'মলা করে হাজার হাজার মু'সলিম। হি'ন্দুদের বাড়িতে; অ'গ্নিসংযোগ ও লু'টপাট করে।
না'রীদের শ্লী'লতা'হানি করা হয়; জ্বা'লিয়ে দেওয়া হয়, বাংঙ্গরা উপজেলার ৪ নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন এর; আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বনকুমার শিবের বাড়িঘর। মোট পাঁচটি বাড়ি; পুরোপুরি ভস্মিভুত হয়ে যায়; ১২ টি বাড়ি ও ২ টি ম'ন্দিরে আগুন লাগানো হয়। সেখানের সব হি'ন্দু পরিবার; চরম আ'তঙ্কে আছে।
"আমাদের পাশে দাঁড়ান", বিশ্বের সব হি'ন্দুদের কাছে সমর্থন চাইল বাংলাদেশের অ'ত্যাচা'রিত হি'ন্দুরা
কুমিল্লায় হি'ন্দুদের উপর হা'মলা চালিয়ে; বাড়ি ঘর ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার যে ঘটনা সামনে এসেছে; তার একটা ভিডিও শেয়ার করেছেন সুব্রামানিয়ান স্বামী। ভিডিও শেয়ার করে স্বামী লিখেছেন; "পূর্ব পা'কিস্তানকে স্বাধীন করতে; আমাদের সেনা প্রেরণ করতে হয়েছিল। এখন আমাদের আবারও, বাংলাদেশের হি'ন্দুদের রক্ষা করতে; ভারতীয় সেনাকে প্রেরণ করতে হতে পারে"। তাঁর এই মন্তব্যে, ফের বিতর্ক শুরু হয়েছে; রাজনৈতিক মহলে।
Disclaimer
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: The News Bangla