The NEWS বাংলা
16k Followers"সরকার বিরোধী দলের কাজ", ১২টি বাড়ি ও ২টি হি'ন্দু ম'ন্দির গুঁড়িয়ে দেবার পর হুঁশ ফিরল হাসিনা সরকারের
"সরকার বিরোধী দলের কাজ"; ১২টি বাড়ি ও ২টি হি'ন্দু ম'ন্দির গুঁ'ড়িয়ে দেবার পর; হুঁশ ফিরল বাংলাদেশের হাসিনা সরকারের। মু'সলিমদের অপদস্থ করে, নাকি ফেসবুকে পোস্ট করা হয়েছে; আর সেই গুজবকে ঘিরে জ্বলল হি'ন্দুদের বাড়ি ও ম'ন্দির।
"আমাদের পাশে দাঁড়ান", বিশ্বের সব হি'ন্দুদের কাছে সমর্থন চাইল বাংলাদেশের অ'ত্যাচা'রিত হি'ন্দুরা
ঘটনার ২ দিন পর, কুমিল্লার পুলিশ প্রধান সইদ নুরিল জানিয়েছেন; "সরকার বিরোধী রাজনৈতিক দলের; যুব সদস্যরা এই হা'মলা চালিয়েছে"। ভিডিয়ো ফুটেজ দেখে; পাঁচজনকে গ্রে'ফতার করা হয়েছে। ঘটনার সময়, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও; কোন লাভ হয় নি। উদাসীন ছিল; কুমিল্লা পুলিশ প্রশাসন। কোন মন্তব্য করে নি; শেখ হাসিনা সরকার; এমনটাই অভিযোগ ছিল।
ফ্রান্স-কে সমর্থন করে মন্তব্য, বাংলা'দেশে হি'ন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিল মৌ'লবাদীরা
এদিন, কুমিল্লার পুলিশ প্রধান সইদ নুরিল আরও জানিয়েছেন; "আপাতত তিনটি মামলা রুজু করা হয়েছে এবং সেই ঘটনায়; আরও দুটি মামলার দায়ের করা হচ্ছে"। শেখ হাসিনা সরকারের তরফে; স'ন্দেহভাজন যে কাউকেই, গ্রে'ফতার করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া; শুরুরও নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসুদুজ্জামান খান কামাল। এই ঘটনার ছবি ভাইরাল হওয়ায়; গোটা বিশ্বের কাছে নাক কাটা গেছে; শেখ হাসিনা সরকারের। তারপরেই পুলিশকে দিয়ে; বাংলাদেশ সরকারের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
Disclaimer
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: The News Bangla