হোম
তৃণমূলে যোগ দিলেন টলি-অভিনেত্রী কৌশানি এবং পিয়া

দ্য পিপল ডেস্কঃ তৃণমূলে যোগ দিলেন টলি-অভিনেত্রী কৌশানি এবং পিয়া।
রবিবার তৃণমূল ভবনে বিধায়ক ব্রাত্য বসু এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন দুই অভিনেত্রী।
কেন যোগ দিলেন তৃণমূলে?
অভিনেত্রী পিয়া সেনগুপ্ত জানান, অনেক আগে থেকেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্ররেণা পেয়েছি, উদ্বুদ্ধ হয়েছি।
আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং কর্মী হিসেবে তৃণমূলে যোগ দিলাম। অঙ্গীকার করলাম, শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করব, জানান অভিনেত্রী পিয়া সেনগুপ্ত।
নাম না করেই এদিন বিজেপিকে কটাক্ষ করেন অভিনেত্রী পিয়া সেনগুপ্ত। বলেন, একটা দলকে দূর থেকে দেখতে ভালই লাগছে কিন্তু কাছে আসলে বুঝতে পারবেন তা আসলে মরিচিকার মতো।
পিয়া সেনগুপ্ত বলেন, ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই। তৃতীয়বারের জন্য নবান্নের চেয়ারে তাঁকে বসাতে এবং উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।
বাংলা ছবির বিখ্যাত অভিনেতা বাবা, পিয়া সেনগুপ্তর বাবা সুখেন দাসও মমতাকে স্নেহ করতেন বলে এদিন জানান পিয়া।
তৃণমূলে যোগ দিয়ে অভিনেত্রী কৌশানি মুখার্জি বলেন, এই সরকারের প্রতি ভালো লাগার কারণ কাজ। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাজার হাজার মানুষ সুযোগ-সুবিধা পাচ্ছেন।
সেই উন্নয়নের কাজের অংশীদার হতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন কৌশানি।
বলেন, বলতে নয়, করতে এসেছি। মানুষের হয়ে কাজ করতে চাই। ঠিক যেমন মমতাদিদি কাজ করে চলেছেন।