নিউজ
যৌন হেনস্থার শিকার শিশুর চিকিত্সায় দেরি, দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্যাপক বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: মঙ্গলবার রাতে যৌন হেনস্থার শিকার এক তিন বছরের শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু বুধবারে ওই শিশুকে চিকিত্সা না করে ফেলা রাখার অভিযোগ উঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন শিশুর পরিবারের সদস্যরা। পরে বিষয়টি রাজনৈতিক স্তরে পর্যন্ত পৌঁছয়। স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর নগর নিগমের ১৫ নম্বর ওয়ার্ডের গোসাঁইনগরে সাড়ে তিন বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। পুলিশ বাবু ঘোষ নামে এক পড়শিকে গ্রেফতার করে। বাবু ঘোষের স্ত্রী ভগবতী ঘোষ স্থানীয় তৃণমূল কর্মী বলে জানা গেছে। তাই এলাকায় নাকি দাপিয়ে বেড়াতো বাবু বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
মঙ্গলবার রাতে সাড়ে তিন বছরের শিশুকে আহত অবস্থায় তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বুধবার দুপুর দেড়টা পর্যন্ত শিশুটির চিকিত্সা শুরু না হওয়াতে বিপত্তি বাঁধে। ক্ষোভে ফেটে পড়েন শিশুর আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতারা। কেন চিকিত্সা শুরু হতে এত দেরি হল? এই প্রশ্ন তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করে দেন। বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা তুমুল বিক্ষোভ শুরু করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে। বিক্ষোভ পরে হাসপাতাল সুপার ধীমান মন্ডলের চেম্বার পর্যন্ত পৌঁছে যায়।