চোখের সাজে কাজল যেন নারীকে আরো দিগুণ আকর্ষণীয় করে তোলে। তাই কাজল সব নারীরই অনেক পছন্দের একটি প্রসাধনী। কাজল ছাড়া সাজ পূর্ণতা পায় না। তবে অনেকেরই কাজল পড়লে লেপ্টে যায়। এটি দুটি কারণে হতে পারে, একটি কম দামী ব্র্যান্ড আর দ্বিতীয় সঠিক ভাবে কাজল ব্যবহার করতে না জানা। আবার যাদের চোখের পাতা তৈলাক্ত তাদের ক্ষেত্রেও এই সমস্যা হয়। চলুন তাহলে জেনে নেয়া যাক, চোখের কাজল লেপ্টে যাওয়ার সমাধান-
১. চোখে কাজল দেয়ার পূর্বে আই প্রাইমার দিয়ে চোখের পাতাকে কাজল দেয়ার উপযুক্ত করে নিন। আর যাদের আই প্রাইমার নেই, তারা কাজল দেয়ার পর সামান্য সাদা পাউডার আইশ্যাডো ব্রাশের সাহায্যে কাজলের ওপর হালকা করে পাউডার দিয়ে নিন।
No Internet connection |